মঙ্গলবার, ১৬ মার্চ, ২০১০

google ট্রিকস নিয়ে একটা লিঙ্ক

সামুতে এই পোষ্টটা পাইলাম, গুগল সার্চ নিয়ে লেখা কাজে লাগতেছে
লিঙ্ক http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/29115710

intitle index of এর ব্যবহার। 



যেমন ধরুন , আপনি মান্না দের গান ডাউনলোড করতে চান।
তাহলে গুগলের সার্চ বক্সে লিখুন : intitle:”index.of”(mp3) “manna dey”
তারপর দেখুন অসংখ্য ইনডেক্স পাবেন, ওযেব সাইটে থাকা মান্নাদের গানের সব ইনডেক্সের লিস্ট।
গানের নামের উপর রাইট ক্লিক করে সেভ করে নিন।

অথবা, এলব্যমের নাম দিয়ে সার্চ করেও ইনডেক্স ।
intitle:”index.of”(mp3|mp4|avi)“bolna”

তাহলে পাবেন হৃদয় খানের "বলনা" এলবামের গান পাবেন।
এভাবে আপনার পছন্দের শিল্পীর বা এলবামের গান।


কোড :

শিল্পীর নাম দিয়ে লিখুন : intitle:”index.of”(mp3|mp4|avi) “শিল্পীর নাম”

গানের নাম দিয়ে লিখুন : intitle:”index.of”(mp3|mp4|avi) “গানের নাম”

ছবির গানের জন্য লিখুন : intitle:”index.of”(mp3|mp4|avi) “ghajini”

কোন মন্তব্য নেই: